কার্টুনিস্ট শাহরিয়ার খানের বেসিক আলী অসম্ভব জনপ্রিয় একটি কার্টুন চরিত্র। এর মূল চরিত্র বেসিক আলী হলেও তার আশেপাশের চরিত্রগুলোও অসম্ভব মজার। মূলত এটি তালিব আলীর পরিবারের গল্প। তালিব আলীর এক স্ত্রী, দুই ছেলে আর এক মেয়ে। ছোট ছেলে ম্যাজিকের মাথা ভর্তি চুল। লক্ষী ট্যারা হ্ওয়ায় দিনরাত সানগ্লাস পড়ে থাকে। সে ভালোবাসার চেষ্টা করে মোনালিসাকে, মোনালিসা এখনও রাজি হয়েছে কিনা বোঝা যাচ্ছে না।
বেসিক চাকরি করে বাঙ্গু ব্যাংকে। মেধাবী অফিসার সে। সেখানে বেসিকের কলিগ রিয়ার সংগেই তার প্রেম। রিয়া খুব কোমল স্বভাবের আর খুব আহলাদী। দেখতে পারে না কলিগ রেবেকাকে। কারন বেসিকের প্রতি রেবেকারও বেশ দুর্বলতা আছে।
আর বেসিকের বোন নেচার সায়েন্সের কোন একটা সাবজেক্টে পড়ে বোঝা যায়। প্রায়ই তাকে চায়ের পানি গরম করতে ম্যাগনিফায়িং গ্লাস, খেজুর গাছ থেকে বেজ্ঞানিক উপায়ে রস নামানো ইত্যাদি বিষয়ে গবেষণা করতে দেখা যায়। আর বেসিকের স্ত্রী মলি যাকে তার বাচ্চারা ম্যাডেস্ট বলে ডাকে সে ঢাকা শহরের একজন টিপিক্যাল মহিলা, কিন্তু কর্মকান্ড মজার।
বেসিক আলী প্রতিদিন দৈনিক প্রথম আলোর খোলা কলাম পৃষ্ঠায় প্রকাশিত হয়। এখানে প্রথম আলোয় প্রকাশিত বেসিক আলীই এক সিরিজে ৫-১০টি করে আবার প্রকাশিত হবে। আর সেজন্য কার্টুনিস্টের যথাযথ অনুমতিও নেওয়া হয়েছে। পড়তে অসুবিধা হলে ছবির উপর ক্লিক করুন। বড় করে দেখাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন