পৃষ্ঠাসমূহ

স্বাস্থ্যসংক্রান্ত কোনো বই পড়ার সময় সাবধান। ছাপার ভুলের কারণে আপনার মৃত্যু হতে পারে। মার্ক টোয়েন, সাহিত্যিক।। আমি সব সময়ই বিখ্যাত ছিলাম, কিন্তু এত দিন সবাই জানত না। লেডি গাগা, আমেরিকান পপশিল্পী।। যদি আপনার পিতা-মাতার কোনো সন্তান না থাকে, তাহলে আপনারও নিঃসন্তান হওয়ার সম্ভাবনা আছে। ডিক ক্যাভেট, সাবেক আমেরিকান টিভি উপস্থাপক।। ঈশ্বর রোগ সারান কিন্তু সম্মানী নেন ডাক্তার। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, আমেরিকান রাজনীতিবিদ, লেখক ও বিজ্ঞানী।। প্রলোভনের হাত থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো তার বশবর্তী হওয়া। অস্কার ওয়াইল্ড, অভিনেতা ও সাহিত্যিক।। ভুল করার পরও কেউ হাসার অর্থ হলো, সে ইতিমধ্যে দোষ চাপানোর মতো অন্য কাউকে পেয়ে গেছে। রবার্ট ব্লক, সাহিত্যিক।। আমি অনেক বছর যাবৎ আমার স্ত্রীর সঙ্গে কথা বলিনি। আমি তার বক্তব্যে বাধা দিতে চাই না। রডনি ডেঞ্জারফিল্ড, আমেরিকান কৌতুকাভিনেতা।। একজন পুরুষ বিয়ের আগ পর্যন্ত অসম্পূর্ণ থাকে এবং বিয়ের পর সে শেষ হয়ে যায়। সা সা গাবুর, হাঙ্গেরিয়ান-আমেরিকান অভিনেত্রী।। সবার হৃদয়ে নিজের নামটি লিখুন, মার্বেল পাথরের দেয়ালে নয়। চার্লস স্পার্জান, ব্রিটিশ লেখক।। শুধু দালমা আর জিয়াননিনাই আমার বৈধ সন্তান, বাকিরা সবাই আমার অর্থ ও ভুলের ফসল। ডিয়েগো ম্যারাডোনা, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।। কোনো পুরুষ যদি স্ত্রীর জন্য গাড়ির দরজা খুলে দেয়, তাহলে হয় গাড়িটা নতুন অথবা তার নতুন বিয়ে হয়েছে। প্রিন্স ফিলিপ, ব্রিটেনের রাজপুত্র।। আমি শিশুদের ভালোবাসি। কারণ আপনারা জানেন কি না জানি না, আমি নিজেও শিশু ছিলাম একসময়। টম ক্রুজ, হলিউড অভিনেতা।। জীবনের সব কাক্সিত বস্তুই হয় অবৈধ, কিংবা নিষিদ্ধ, কিংবা চর্বিযুক্ত, কিংবা ব্যয়বহুল, নয়তো বা অন্য কারও স্ত্রী। গ্রুশো মাক্স, সাহিত্যিক।। যতক্ষণ আপনি কোনো ছেলেকে অপছন্দ করবেন, সে আপনার জন্য তার সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত থাকবে। যখন আপনি তাকে ভালোবাসতে শুরু করবেন, ততণে সে তার আগ্রহ হারিয়ে ফেলবে। বিয়ন্স নোয়েলস, মার্কিন গায়িকা ও অভিনেত্রী।। আমার একটা অ্যালার্ম ঘড়ি আছে। মজার বিষয় হলো, সেটা কোনো আওয়াজ করে না। এটা আলো দেয়। যতই সময় যেতে থাকে, সেটি ততই উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে থাকে। একপর্যায়ে আলোর চোটে আমার ঘুম ভেঙে যায়। আমার সেই অ্যালার্ম ঘড়িটার নাম জানালা। জে লেনো, মার্কিন কৌতুক অভিনেতা।। আমাকে একটি গিটার দাও, আমি সেটা বাজাব। আমাকে একটি মঞ্চ দাও, আমি গাইব। আমাকে একটি অডিটরিয়াম দাও, আমি তা পরিপূর্ণ করে দেব। এরিক ক্যাপটন, সংগীতজ্ঞ।। আমার স্বামীর সঙ্গে দেখা হওয়ার আগে আমি কখনো প্রেমে পড়িনি, কয়েকবার পা রেখেছিমাত্র। রিটা রুডনার, মার্কিন কৌতুক অভিনেত্রী ও লেখিকা।। অবিবাহিত পুরুষদের ওপর উচ্চহারে কর বসানো উচিত। তারা কেন অন্যদের চেয়ে সুখে থাকবে? অস্কার ওয়াইল্ড, আইরিশ লেখক ও কবি।। বিয়ে হলো কল্পনার কাছে বুদ্ধির পরাজয়। দ্বিতীয় বিয়ে হলো আশার কাছে অভিজ্ঞতার পরাজয়। স্যামুয়েল জনসন, ব্রিটিশ লেখক।। বিয়ে হলো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার মতোই প্রাকৃতিক, অযৌক্তিক এবং ভীষণ গুরুত্বপূর্ণ। লিসা হফম্যান, অভিনেতা ডাসটিন হফম্যানের স্ত্রী।। বুকমার্ক কেনার জন্য ডলার খরচ করার দরকার কী? ডলারটাকেই বুকমার্ক হিসেবে ব্যবহার করুন। স্টিভেন স্পিলবার্গ, চলচ্চিত্র পরিচালক।। আমার মনে হয়, যেসব পুরুষের কান ফুটো করা, তারা বিয়ের জন্য ভালোভাবে প্রস্তুত। কারণ, তারা ব্যথা সহ্য করেছে এবং অলংকারও কিনেছে। রিটা রুডনার, আমেরিকান কৌতুকাভিনেত্রী, লেখিকা ও অভিনেত্রী।। ডায়েটের প্রথম সূত্র হলো : খাবারটা যদি তোমার খেতে খুব ভালো লাগে, তাহলে অবশ্যই জিনিসটা তোমার জন্য তিকর হবে। আইজ্যাক আজিমভ, বিজ্ঞান কল্পকাহিনিকার।। আমার জন্মের পর আমি এত অবাক হয়ে গিয়েছিলাম যে পাক্কা দেড় বছর কথাই বলতে পারিনি। গ্রেসি অ্যালেন, মার্কিন কৌতুকাভিনেত্রী।। আমি কোনো দিন বিখ্যাত হতে পারব না। আমি কিচ্ছু করি না। কিছুই না। আগে দাঁত দিয়ে নখ কাটতাম। এখন তা-ও করি না। ডরোথি পার্কার, আমেরিকান রম্যলেখিকা।। আমি কখনোই আমার স্কুলকে আমার শিক্ষার ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে দিইনি। মার্ক টোয়েন, সাহিত্যিক।। সত্যবাদিতাই সর্বোত্তম পন্থা, যদি না আপনি একজন অসাধারণ মিথ্যেবাদী হতে পারেন। জেরোম কে জেরোম, ব্রিটিশ লেখক।। আলস্য পুরোপুরিভাবে তখনই উপভোগ করা সম্ভব, যখন হাতে প্রচুর কাজ থাকে। জেরোম কে জেরোম, ব্রিটিশ লেখক।। যখনই টিভিতে পৃথিবীর সব অনাহারি ও দরিদ্র শিশুকে দেখি, কান্না ধরে রাখতে পারি না। মনে হয়, ইশ, আমার ফিগারটাও যদি ওই রকম হতো। মারায়া ক্যারি, সংগীতশিল্পী।। সুষম খাদ্যতালিকার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো খাদ্য। ফ্র্যান লেবোউইটজ, মার্কিন লেখক।। ধূমপান মৃত্যু ডেকে আনে। যদি আপনার মৃত্যু ঘটে, তাহলে জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আপনি হারাবেন। ব্রুক শিল্ডস, অভিনেত্রী।। বক্সিংয়ে এ পর্যন্ত ইনজুরি, মৃত্যু-দুটোই হয়েছে। কোনোটিই তেমন মারাত্মক ছিল না। অ্যালান মিন্টার, বক্সার।। অন্যের শেষকৃত্যানুষ্ঠানে সব সময় যাওয়া উচিত। তা না হলে তারাও আপনার শেষকৃত্যানুষ্ঠানে আসবে না। ইয়োগি বেরা, বেসবল খেলোয়াড়।। এমন কাজ তোমার করার দরকার নেই, যেটা আগামীকাল অন্যের ঘাড়ে এমনিতেই চাপবে। ডেভিড ব্রেন্ট, অভিনেতা।। আমাকে কোনো প্রশ্ন কোরো না, তাহলে আমাকেও কোনো মিথ্যা বলতে হয় না। ওলিভার গোল্ডস্মিথ, আইরিশ লেখক ও কবি।। মডেলরা হলো বেসবল খেলোয়াড়দের মতো। আমরা খুব তাড়াতাড়ি বিপুল অর্থের মালিক হই, কিন্তু বয়স ৩০ হতে না হতেই আবিষ্কার করি যে আমাদের উচ্চশিক্ষা নেই, কোনো কিছু করারই যোগ্যতা নেই। কিন্তু আমরা খুবই বিলাসী জীবনযাপনে অভ্যস্ত। এমন সময় সবচেয়ে বুদ্ধির কাজ হলো কোনো মুভিস্টারকে বিয়ে করে ফেলা। সিন্ডি ক্রাফোর্ড, মডেল।। ফিলাডেলফিয়ার পথঘাট খুবই নিরাপদ। শুধু মানুষই সেগুলোকে অনিরাপদ বানিয়ে রেখেছে। ফ্রাংক রিজো, আমেরিকার ফিলাডেলফিয়ার সাবেক মেয়র।। সব সময় মনে রাখবেন, আপনি অনন্য। ঠিক আর সবার মতো। মার্গারেট মেড, নৃতত্ত্ববিদ।। বিশেষজ্ঞরা বলেন, রাগের মাথায় কখনো বাচ্চাদের মারবেন না। আমার প্রশ্ন হলো, তাহলে কখন মারব? মনে যখন আনন্দ থাকে তখন? রোজেইন বার, লেখক।। টেলিভিশন আমার কাছে খুবই শিক্ষামূলক। বাড়ির সবাই যখন টেলিভিশন দেখে, আমি তখন অন্য ঘরে গিয়ে বই পড়তে শুরু করি। গ্রুশো মার্ক্স, কৌতুকাভিনেতা।। হাল ছেড়ো না। একটা ডাকটিকিটকে দেখো। নিজ গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত তা একটি খামের সঙ্গেই লেগে থাকে। জশ বিলিংস, লেখক।। কেউ মহৎ হয়েই জন্মায়, কেউ অনেক চেষ্টা করে মহৎ হয়। বাকিরা পাবলিক রিলেশন অফিসারদের ভাড়া করে। ড্যানিয়েল জে বুরর্স্টিন, ইতিহাসবিদ।। বাস্তব ও কল্পকাহিনির মধ্যে পার্থক্য হলো, কল্পকাহিনিকে সব সময় যুক্তিপূর্ণ হতে হয়। টম ক্যান্সি, লেখক।। অস্ট্রেলিয়ার মানুষের অন্যতম প্রিয় শখ হচ্ছে কবিতা না পড়া। ফিলিস ম্যাকগিনলে, লেখক।। চলচ্চিত্রের দৈর্ঘ্য মানুষের ব্লাডারের সহ্যমতার সমানুপাতিক হওয়া উচিত। আলফ্রেড হিচকক, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক।।

রবিবার, ২৪ অক্টোবর, ২০১০

চিলির ঘটনা বাংলাদেশে ঘটলে যেভাবে ৬৯ দিন পার করা হতো...

ফিউশন ফাইভ

চিলিতে আগস্ট মাসের শুরুর দিকে ৩৩ জন শ্রমিক খনিতে আটকা পড়েন। ব্যাপক তৎপরতা চালিয়ে ৬৯ দিনের মাথায় চিলি সরকার কয়েক দিন আগে তাঁদের উদ্ধার করে। বাংলাদেশে এ ঘটনা ঘটলে উদ্ধারকার্যের অগ্রগতির (?) একটা ক্রমচিত্র আঁকার চেষ্টা করেছে রস+আলো।

৫ আগস্ট ২০১০, দুপুর ১২টা 
বাংলাদেশের উত্তরাঞ্চলীয় শুষ্ক এলাকার আন্ধারমানিকে একটি কয়লা খনির সুড়ঙ্গপথ ধসে ছয়জন শ্রমিক খনির একেবারে নিচে আটকে পড়েন। সুড়ঙ্গস্থলে উত্তেজিত জনতার হামলা। পুলিশের ধাওয়া, ব্যাব মোতায়েন।


৮ আগস্ট ২০১০
দায়িত্বে অবহেলার অভিযোগে থানা মৎস্য কর্মকর্তা ওএসডি, তিন এএসআই কোজড। ‘আটকেপড়া সুড়ঙ্গবাসী ঐক্য আন্দোলন’ নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ। অনতিবিলম্বে সুড়ঙ্গ সমস্যা সমাধানের জন্য সরকারকে আল্টিমেটাম, ক্ষতিপূরণ দেওয়ার দাবি।

৯ আগস্ট ২০১০
সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেত্রীর অভিযোগ :
‘সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। সুড়ঙ্গে আটকেপড়া ব্যক্তিরা বিরোধী দলের নেতা-কর্মী বলেই সরকার এই হীন কাজ করেছে।’

১৩ আগস্ট ২০১০
সুড়ঙ্গে লোক আটকে যাওয়ার প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট, সংসদ বর্জনের হুমকি।
ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ, সন্ধ্যায় ব্যাব মোতায়েন করা হয়

১৫ আগস্ট ২০১০ 
ঘটনাস্থলের অদূরে সরকারি দলের বিশাল সমাবেশে বক্তারা- সরকারকে বেকায়দায় ফেলতে বিরোধী দল এ ঘটনা ঘটিয়েছে। লোক উদ্ধারে আগামী এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস।

২২ আগস্ট ২০১০
অতিবিপ্লবী শ্রমিক মোর্চার বিবৃতি : আলোচনা ও সমালোচনার পথে না গিয়ে বলপ্রয়োগে শ্রমিক উদ্ধারের পদপে হঠকারী ও অবিবেচনাপ্রসূত।

২৯ আগস্ট ২০১০
স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে দিনব্যাপী ঝাড়-ফুঁক শেষে ওঝার ভাষ্য : দুষ্ট প্রকৃতির জিন মাটির নিচে লোকগুলোকে লুকিয়ে রেখেছে।

৩০ আগস্ট ২০১০
ঝাড়-ফুঁকের আশ্রয় নেওয়ায় সম্মিলিত বিজ্ঞানসমাজের ক্ষোভ প্রকাশ।
সংবাদ সম্মেলনে বিরোধী দলের অভিযোগ, সরকার পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে

৩ সেপ্টেম্বর ২০১০
উদ্ধারের দাবিতে রমনা বটমূলে বিপ্লবী ভাওয়াইয়া সংগীতের আয়োজন। অনুষ্ঠান থেকে প্রাপ্ত এক হাজার ৭৩০ টাকা ‘আটকেপড়া সুড়ঙ্গবাসী ঐক্য আন্দোলন’ নেতাদের কাছে হস্তাস্তর।

১২ সেপ্টেম্বর ২০১০
বিশ্বব্যাংকের বিশেষ অনুদানে সুড়ঙ্গ খননযন্ত্র আমদানির প্রস্তাব একনেকে চূড়ান্ত।

১৪ সেপ্টেম্বর ২০১০
শীর্ষ আইনজীবীদের কড়া প্রতিক্রিয়া- আন্তর্জাতিক দরপত্র আহ্বান ছাড়া খনকযন্ত্র আমদানি অবৈধ ও অসাংবিধানিক।

২৫ সেপ্টেম্বর ২০১০
খননযন্ত্র আমদানিতে জটিলতা: এলজিআরডি ও ভূমি মন্ত্রণালয়ের মধ্যে রশি টানাটানি। ছাড়পত্র মিলছে না বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে।

৩০ সেপ্টেম্বর ২০১০
ফ্রান্স থেকে আমদানিকৃত খনকযন্ত্রের গুরুত্বপূর্ণ পার্টস চট্টগ্রাম বন্দর থেকে লোপাট, জড়িত সন্দেহে ধৃত তিন। কারণ অনুসন্ধানে ছয় সদস্যের কমিটিকে তিন মাসের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ।
  
৭ অক্টোবর ২০১০
কারণ অনুসন্ধানে গঠিত কমিটির মেয়াদ আরও তিন মাস বৃদ্ধির সিদ্ধান্ত। নৌপরিবহনমন্ত্রীর হুঁশিয়ারিÑ ঘটনার সঙ্গে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না।
মানববন্ধনে অনতিবিলম্বে সুড়ঙ্গ সমস্যার সমাধানে আল্টিমেটাম দেওয়া হয়

১০ অক্টোবর ২০১০ 
আটকেপড়া লোকজন বেঁচে আছে কি না, জানতে ঢাকার নভোথিয়েটার মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষ প্ল্যানচেটের আসর আয়োজন।

১২ অক্টোবর ২০১০
রাষ্ট্রীয় উদ্যোগে গায়েবি জানাজা পাঠের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত।

১৪ অক্টোবর ২০১০ 
বাংলাদেশ সফরে চিলির পরিবহনমন্ত্রী- সুড়ঙ্গে আটকেপড়া লোক উদ্ধারে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চিলি সরকার গভীরভাবে বিবেচনা করছে।

কোন মন্তব্য নেই: